সেট আপ পদ্ধতি

আমার টিভি IPTV সার্ভিস উপভোগ করার জন্য আপনাকে IPTV Smarters Pro সফটওয়্যারটি ডাউনলোড করে ইনসটল করতে হবে। সফটওয়্যার ইনসটল করার পর আপনার আমার টিভি IPTV ইউজারনেম, পাসওয়ার্ড ও সার্ভার এড্রেস দিয়ে লগইন করতে হবে। এটি খুবই সহজ একটি পদ্ধতি।

সফটওয়্যার ইনসটল করার পরে আপনি কম্পিউটারে ও টিভিতে নীচের ছবির অপশন দেখতে পাবেন।

ডেক্সটপ কম্পিউটার/ল্যাপটপ

লগইন করার জন্য ADD NEW USER এ ক্লিক করুন। তারপর নীচে বর্ণিত লগইন নির্দেশনা অনুসরণ করুন।

Setup Guide

এন্ড্রোয়েড ডিভাইস

লগইন করার জন্য LOGIN WITH XTREAM API এ ক্লিক করুন। তারপর নীচে বর্ণিত লগইন নির্দেশনা অনুসরণ করুন।

Setup Guide

লগ ইন পদ্ধতি

সকল ডিভাইসে লগইন পদ্ধতি মোটামুটি তথ্য একই, শুধুমাত্র স্যামসাং ও এলজি টিভিতে লগইন করার ক্ষেত্রে সার্ভার এড্রেস আলাদা। লগইন করার সময় নীচের ছবিটির মত স্ক্রিনে নির্দেশিত ক্রমে আপনাকে 4 টা তথ্য দিতে হবে।

Setup Guide
  1. এখানে যে কোন নাম দিন। যেমনঃ AmarTV
  2. Username এর ঘরে আপনার Username দিন।
  3. Password এর ঘরে আপনার Password দিন।
  4. এখানে সার্ভার এড্রেস দিতে হবে। স্যামসাং ও এলজি টিভি ছাড়া কম্পিউটার, অন্য সকল ডিভাইস বা স্মার্ট টিভির ক্ষেত্রে সার্ভার এড্রেস একই থাকবে। স্যামসাং ও এলজি টিভির ক্ষেত্রে আলাদা হবে। আমার টিভি IPTV এর সার্ভার এড্রেস নিম্নরূপঃ
    • সকল ডিভাইসঃ http://tv.amartv.xyz:8080
    • স্যামসাং ও এলজি টিভিঃ http://46.250.234.136:8080

আমার টিভি IPTV তে লগইন করার সময় অবশ্যই http ও 8080 পোর্ট ব্যবহার করুন। কোনভাবেই https ব্যবহার করা যাবে না।